দোহারে দরিদ্রদের পাশে ইফতার সামগ্রী নিয়ে নির্মল রঞ্জন গুহ

দোহারে দরিদ্রদের পাশে ইফতার সামগ্রী নিয়ে নির্মল রঞ্জন গুহ
ঢাকার দোহারে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার-সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।
 শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর আবাসন প্রকল্পের তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
নির্মল রঞ্জন গুহ জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে আছে। যতদিন সংকট শেষ না হবে, ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর ও রমজানে নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। দোহার-নবাবগঞ্জে পর্যায়ক্রমে পাঁচ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি আলু, ১কেজি পেয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও আধা কেজি খেজুর।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহবুব বেপারী, সহসভাপতি মাজারুল ইসলাম রাকিব, বাসার মুন্সি, শফিকুল ইসলাম তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আহমেদ মোল্লা আরিফ, জনশক্তি কর্মসংস্থান সম্পাদক তারিকুল ইসলাম ফারুক,   নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, স্বেচ্ছাসেবক লীগ নেতৃ রোজিনা আক্তার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন