তিন অঞ্চলে শিলা বৃষ্টির আভাস

তিন অঞ্চলে শিলা বৃষ্টির আভাস

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দৈনিক আগামীর সময়কে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া পরিস্থিতি গত ২৪ ঘণ্টার মতো থাকবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও ময়মনসিংহ ও সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর ও যশোর অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজমান রয়েছে। এছাড়া ঢাকায় বাতাসের গতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার থাকবে।

আগামী তিন দিন বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

আপনি আরও পড়তে পারেন