ঝড়ো ফিফটির পর ফিরলেন লিটন, জয়ের পথে বাংলাদেশ

ঝড়ো ফিফটির পর ফিরলেন লিটন, জয়ের পথে বাংলাদেশ

মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে মাত্র ১৩৫ রানে থামিয়েছে বাংলাদেশ। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এখন লিটন দাসের ব্যাটে ছুটছে বাংলাদেশ।

ব্যাট হাতে ফের একবার ব্যর্থ হয়েছেন তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। আগের ম্যাচে মাত্র ৪ রান করেছিলেন, এই ম্যাচেও ফিরেছেন দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই। ইনিংসের পঞ্চম ওভারে রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১ চারে ৮ বল থেকে করেছেন মোটে ৭ রান।

অবশ্য অপরপ্রান্তে জিম্বাবুয়ে বোলারদের রীতিমত শাসন করছিলেন লিটন দাস। তানাকা চিভাঙ্গার করা ইনিংসের তৃতীয় ওভারের টানা তিন বলে ৬,৪ এবং ৬ হাঁকিয়েছেন। ক্ষুরধার ব্যাটিংয়ে মাত্র ৩০ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। তবে নবম ওভারের শেষ বলে উইলিয়ামসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৭৮ রান, জয়ের জন্য ৬৬ বলে প্রয়োজন ৫৮ রান।

হারারে স্পোর্টস ক্লাবে রোববার (৩১ জুলাই) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

 

 

আপনি আরও পড়তে পারেন