চুক্তিভিত্তিক বিয়ে এটি হয় নাজায়েজ যৌন চুক্তি

চুক্তিভিত্তিক বিয়ে এটি হয় নাজায়েজ যৌন চুক্তি

আমি প্রবাসে থাকি। দেশে আমার ৩ সন্তানসহ আমার স্ত্রী থাকেন। আমি বছরে দু বছরে ৩০/৪৫ দিনের জন্য ছুটিতে যাই। আমি প্রবাসে বিয়ে করতে চাই আমার দেশের স্ত্রী কে না জানিয়ে। প্রবাসে এমন মেয়েকে বিয়ে করতে চাই যে কিনা ডিভোর্সী, তার সাথে কথা থাকবে যে কোন সন্তান আমরা নিবো না, শুধু মাত্র শরীরের প্রয়োজনে আমরা মিলব যাতে চোখের এবং অন্যান্য গুনাহ থেকে বাঁচতে পারি। তাকে খরচের টাকা দিবো। কথা থাকবে, একটা সময় যখন প্রবাস থেকে চলে যাবো তখন তালাক দিয়ে চলে যাবো।

প্রশ্ন হচ্ছে, এই বিয়ে কি শরিয়ত সম্মত হবে?

উত্তর : হবে না। কারণ, এক সময় তালাক নিয়ে নেব একথা বললে, বিবাহ হয় না। এটি হয় নাজায়েজ যৌন চুক্তি। তবে, এমন কথা না বলে স্বাভাবিকভাবে বিয়ে করা যায়। প্রয়োজনে তালাকও দেওয়া যায়। দেশের স্ত্রীকে জানানো বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত নয়। না জানালেও নতুন বিয়ে শুদ্ধ হবে। তবে, আমরা বাচ্চা নেব না বা প্রয়োজন থেকে তালাক দেব, এমন শর্ত করে বিবাহ শুদ্ধ হয় না। এসব সাময়িক বিবাহের মতো নাজায়েজ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

 

আপনি আরও পড়তে পারেন