খানেপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

খানেপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৩১শে নভেম্বর সোমবার বিদ্যালয়ের হল রুমে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মরহুম আনিছ মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য আসাদুজ্জামান বলেন, প্রতিটি মানুষের জীবনে শিক্ষা অতি জরুরি। শুধু শিক্ষা হলেই চলবে না, তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। একজন সুশিক্ষিত মানুষ দ্বারা কখনো সমাজের ক্ষতি হয় না, বরং সমাজ তার আলোয় আলোকিত হয়ে উঠে। তোমাদের সকলের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো।
খানেপুর উচ্চ বিদ্যালয় হতে এবার ৫৭জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন