মেসিকে টুইটবার্তায় যা বললেন বাতিস্তুতা

মেসিকে টুইটবার্তায় যা বললেন বাতিস্তুতা

অসংখ্য রেকর্ড-কীর্তিতে গড়া লিওনেল মেসির ক্যারিয়ার। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। সিংহাসনে একা বসার সুযোগ রয়েছে সময়ের সেরা এই ফুটবলারের সামনে। এতে অবশ্য আপত্তি নেই বাতিস্তুতার।

সাবেক এই স্ট্রাইকারের চাওয়া, পরের ম্যাচেই রেকর্ডটি নিজের করে নিক মেসি। কাতার আসর শুরু করেছিলেন তিনি ছয় গোল নিয়ে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করেছেন ৩৫ বছর বয়সি মেসি।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন বাতিস্তুতা ও মেসির গোল সমান ১০টি করে।

দুই দশক ধরে নামের পাশে থাকা রেকর্ডটি হয়তো হারাতে হচ্ছে বাতিস্তুতাকে। তবে আক্ষেপ নেই সাবেক এই স্ট্রাইকারের।

এক টুইটে মেসিকে জানালেন অভিনন্দন, ‘প্রিয় লিও, অভিনন্দন! রেকর্ডটি ২০ বছর ধরে আমার ছিল এবং এটা আমি উপভোগ করেছি। এখন এটা তোমার সঙ্গে ভাগাভাগি করা দারুণ গর্বের ও আনন্দের। মন থেকে কামনা করছি, পরের ম্যাচেই যেন তুমি রেকর্ডটি ভাঙতে পারো।’

 

আপনি আরও পড়তে পারেন