ক্যাচ মিস একটু হতাশার: সাকিব

ক্যাচ মিস একটু হতাশার: সাকিব

ভারতের বিপক্ষে শেষ টেস্টও হারল বাংলাদেশ আর সিরিজ হার ২-০ ব্যবধানে। মিরপুর শের-ই বাংলার মাঠে রোববার চতুর্থ দিনে শুরুর সকালটা দারুণ করলেও পরবর্তীতে ৩ উইকেটের ব্যবধানে ম্যাচ খুইয়েছে বাংলাদেশ দল। ম্যাচে সাকিব আল হাসানের দল একাধিক ক্যাচ মিসের সঙ্গে স্ট্যাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেছে। অল্প ব্যবধানে হারের পর তাই সামনে আসছে এ বিষয়গুলো। জবাবে টাইগার অধিনায়ক বলছেন, বিষয়টা হতাশাজনক।

রোববার শেষ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব। সেখানে ক্যাচ মিসের প্রসঙ্গ আসলে সাকিবের কন্ঠে ঝরেছে হতাশা। জানালেন ক্যাচ মিস একটু হতাশার। একইসঙ্গে অধিনায়ক এটাও মনে করিয়ে দিলেন অন্য দলগুলো তাদের মতো এতো ক্যাচ মিস করে না।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একটু তো হতাশাজনকই। কারণ এই মিসগুলো অনেক বড় পার্থক্য করে ফেলেছে। প্রথম ইনিংসে এগুলো না হলে ওদের রান হয়তো ৩১৪ না হয়ে ২৫০ হতে পারত। দ্বিতীয় ইনিংসে অবশ্যই সুযোগ ছিল। কিন্তু এটাই ক্রিকেট। তবে একটু হতাশার, সাধারণত আমরা যেসব মস করি অন্য দলগুলো এসব মিস করে না।’

ম্যাচজয়ী জুটি গড়া প্রতিপক্ষের ‍দুই ব্যাটারকেও প্রশংসার সাগরে ভাসিয়েছেন টাইগার অধিনায়ক, ‘আমার মনে হয় ওই সময় অশ্বিন ও  আইয়ার খুব ভালো ব্যাটিং করেছে। ব্যাটিংয়ের জন্য উইকেট একদমই সহজ ছিল না। তারপর তারা দুইজন যেভাবে ব্যাটিং করেছে, ওদের কৃতিত্ব দিতেই হয়। আমরা সব দিক থেকে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে একটু ঘাটতি ছিল।’

ম্যাচ হারের পর কোনো আক্ষেপ নেই জানিয়ে সাকিব বলেন, ‘আক্ষেপ নেই কোনো। আমার মনে হয় আমরা পুরো টেস্টে লড়াই করে গেছি। এই মানসিকতা থাকলে আমার মনে সামনে ফল আমাদের পক্ষে আসবে।’

 

আপনি আরও পড়তে পারেন