নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কাজল

নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন কাজল

রোহিত শেঠি আর অজয় দেবগনের ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি দারুণভাবে হিট। তাই কাজলকে কি রোহিতের আগামী ছবিতে দেখা যাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেন “গোলমাল” সিরিজে নেয় না, তা ওরাই বলতে পারবে। প্লিজ, রোহিত আর অজয়কে এ ব্যাপারে জিজ্ঞেস করুন (সশব্দ হেসে)।’

‘সালাম ভেঙ্কি’ ছবিতে কাজলকে সুজাতা নামের এক নারীর চরিত্রে দেখা গেছে। পর্দার চরিত্রের সঙ্গে ব্যক্তিগত জীবনে তিনি নিজের কতটা মিল খুঁজে পেয়েছেন? কাজল বলেন, ‘আমার সঙ্গে সুজাতার অনেকটাই মিল আছে। তবে সুজাতা যে দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন, তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। সুজাতার মতো আমিও এক মা। সন্তানকে ঘিরে আমাদের অনুভূতি একই। নাইসা (কাজলের মেয়ে) আমার কোলে আসার পর আমার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে নিয়েই আমার গোটা পৃথিবী ছিল। আমি নাইসাকে বুকের মধ্যে আগলে রাখতাম।’

চরিত্রটি করতে গিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার পাঠ পেয়েছেন কাজল। তিনি বলেন, ‘সুজাতা শিখিয়েছে, একজন মায়ের ভয় তার সন্তানকে কোনোভাবে যেন প্রভাবিত না করে। মায়ের ভয়ের কারণে সন্তানের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ভেঙে চুরমার যেন না হয়।’

নাইসা জন্মানোর পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন কাজল। এরপর ছেলে যুগের জন্ম হয়। এই বলিউড নায়িকা বলেন, ‘নাইসা আর যুগ আমার জীবনে আসার পর আমি পুরোপুরি তাদের দিকে নজর দিতে চেয়েছিলাম। তাই তখনকার মতো নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়েছিলাম। আমার ওপর অজয় বা পরিবারের কোনো চাপ ছিল না। তবে আমার শাশুড়িমা আমাকে আবার কাজে ফেরার কথা প্রথম বলেছিলেন। আমি সব সময় সব ব্যাপারে পরিবারের সাপোর্ট পেয়েছি।’
দুই সন্তান নাইসা আর যুগের সঙ্গে সম্পর্কের রসায়ন প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি তাদের কখনো মা, কখনো বন্ধু হয়ে উঠি। সন্তানের যতই বন্ধু হয়ে উঠি না কেন, মা হওয়া খুব জরুরি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা, এমনকি তাঁদের সন্তানদের ট্রল করা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে এখন। নাইসা হামেশাই ট্রলের শিকার হন। ট্রলের কথা উঠতেই কাজল বলেন, ‘ট্রলিং আমাকে নিশ্চয় প্রভাবিত করে। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সন্তানদের সঙ্গে হাসি, মজা করে সময় কাটাই। এ ছাড়া আমার সঙ্গী আমার বই। নিজেকে নানাভাবে ব্যস্ত রাখি।’

আপনি আরও পড়তে পারেন