চালককে খুন করে ইজিবাইক নিয়ে পালানোর সময় গ্রেফতার ৩

চালককে খুন করে ইজিবাইক নিয়ে পালানোর সময় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইউসুফ (৪০) নামে এক চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ দুর্বৃত্ত গ্রেফতার হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালী জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় সুমন মহাজনের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

গ্রেফতারকৃত- মাহবুব (২৪), কাউছার (২২) ও আমিন (২৩) একই মহাজনের ইজিবাইক চালক।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কাশিপুর এলাকায় রাতে ডিউটি করছিলেন।

এসময় ৩ জন ব্যক্তি একটি বেটারিচালিত ইজিবাইক ধাক্কা দিয়ে টেনে হিচড়ে নিতে দেখে সন্দেহ হয় পুলিশের। তখন তাদের আটক করে পরিচয় এবং গাড়ির সমস্যা জানতে চায় পুলিশ।

এতে তারা সন্দেহজনক কথাবার্তা বলায় তাদের মহাজনকে ডাকতে বলেন। এরপর তাদের মহাজন সুমন এসে জানান, আটক ৩জন তার অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়।

তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান চালককে খুন করে চর কাশিপুর সড়কের পাশে ফেলে রেখে এসেছেন।

ওসি আরও জানান, আটক ৩ জনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের গলায় রড দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এবিষয়ে হত্যা মামলা হবে।

আপনি আরও পড়তে পারেন