মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভৈরবপুর এলাকার আলীম সরকারের বাড়ির এক যুবক বাউরার বাড়ির সামনে গিয়ে উচ্চস্বরে মোটরসাইকেলের হর্ন বাজালে স্থানীয়রা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হন ওই যুবক। এ নিয়ে উভয়পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন।

ঘটনার সময় উভয়পক্ষের লোকজন দা, লাঠি, হকিস্টিকসহ ইটপাটকেল নিয়ে আক্রমণ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আত্মরক্ষার্থে ৩৯ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড সিসার গুলি ছুঁড়ে। আহতরা স্থানীয় হাসপাতাল ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। রাত ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় ভৈরবপুর এলাকায় দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়।

আপনি আরও পড়তে পারেন