প্রকাশ পেল ‘সুলতানপুর’ সিনেমার দ্বিতীয় গান

আগামী ২ জুন (শুক্রবার) মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরই মধ্যে এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে। এবার আরও একটি গান প্রকাশ পেল।

‘বোকা মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।

গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্সেল বলেন, “একটি প্রেমের গান ‘বোকা মন’। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরও এগিয়ে যাক।”

‘সুলতানপুর’-এ অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, অধরা খান, ফারুক সুমন প্রমুখ।

পরিচালক সৈকত নাসির বলেন, “সিনেমার ‘জানরে’ গানটির জনপ্রিয়তা কিন্তু মেসিভ ছিল। এবারের গানটি নিয়েও আশাবাদী। আর ২ জুন সিনেমাটি মুক্তি পাচ্ছে, এর আগে ‘বোকা মন’ আরও অনেক দর্শকের কাছে পৌঁছাবে আশা করি।”

উল্লেখ্য, ‘সুলতানপুর’ সিনেমার প্রথম গান ‘জানরে’তে কণ্ঠ দিয়েছিলেন ভারতের স্নিগ্ধজিৎ। তিনি এর আগে হৃতিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’ সিনেমার ‘অ্যালকোহলিয়া’ গানটি গেয়ে চমক উপহার দিয়েছিলেন।

 

আপনি আরও পড়তে পারেন