এশিয়া কাপে গ্যালারি ফাঁকা থাকার কারণ জানালেন মুরালিধরন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেই রোমাঞ্চের ঢেউ বাইশ গজ ছাপিয়ে আছড়ে পড়ে গ্যালারিতেও। যার ফলে বাড়তি সর্তক থাকতে হয় নিরাপত্তাকর্মীদের-অতীত ইতিহাস অন্তত এমনটাই বলে। তবে চলমান এশিয়া কাপে গ্যালারির এমন রোমাঞ্চ তো দূরের কথা, ফাঁকা পড়ে থাকে সিংহভাগ আসনই। বাকি ম্যাচগুলোতে গ্যালারির চিত্র আরও করুণ। চলমান এই আসর নিয়ে দর্শকদের এমন অনাগ্রহের কারণ খুঁজেছেন মুত্তিয়া মুরালিধরন।

 

সেই কারণ অনুসন্ধানে গিয়ে মুরালি সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। লঙ্কান এই কিংবদন্তি স্পিনারের দাবি, অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করা শ্রীলঙ্কার জনগণের জন্য এশিয়া কাপের টিকিটের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সে জন্য এবারের এশিয়া কাপের আয়োজক পিসিবিকে দায় দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-তে দেওয়া এক সাক্ষাৎকারে মুরালি বলেছেন, ‘এবারের এশিয়া কাপের আয়োজক যেহেতু পাকিস্তান, টিকিটের দামও পিসিবিই নির্ধারণ করেছে। শ্রীলঙ্কা এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এশিয়া কাপের টিকিটের দাম এই অবস্থায় অনেক বেশিই মনে হচ্ছে।’

পিসিবি অবশ্য দর্শক-খরা দেখে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের আগে টিকিটের দাম কিছুটা কমিয়েছে। কিন্তু সেটা যে কাজে দেয়নি, তা–ও মনে করিয়ে দিয়েছেন মুরালি, ‘তারা দাম শেষ মুহূর্তে কমিয়েছে। কিন্তু এভাবে তো হয় না। শ্রীলঙ্কান রুপিতে টিকিটের দাম ছয় হাজার থেকে শুরু। আপনি যদি গ্র্যান্ড স্ট্যান্ড থেকে খেলা দেখতে চান, তাহলে ৪০ থেকে ৫০ হাজার শ্রীলঙ্কান রুপি খরচ করতে হবে। এটা তো একজন লোকের মাসের বেতনের সমান। এত টাকা খরচ করে শ্রীলঙ্কায় কেউ খেলা দেখবে বলে আমার মনে হয় না।’

আপনি আরও পড়তে পারেন