বাংলাদেশের সিদ্ধান্তে বিস্মিত ভারতীয় অধিনায়ক

দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভারের ম্যাচ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ২৫ ওভারের মধ্যেই খেলা শেষ। তাই ক্রিকেটাররা মাঠ ছেড়ে দ্রুতই হোটেলের পথ ধরেছেন।

 

স্টেডিয়াম থেকে বের হওয়ার পথে ভারতের অধিনায়ক স্মৃতি মান্দানা মিক্সড জোনে বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করলেন, ‘ম্যাচে টস গুরুত্বপূর্ণ ছিল। এরপরও তারা ব্যাটিং নেওয়ায় বেশ অবাকই হয়েছি। আমরা টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম।’

ম্যাচের পার্থক্য কোথায় হয়েছে এই প্রসঙ্গে স্মৃতি স্বদেশি বোলারদেরই এগিয়ে রাখলেন, ‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। বিশেষ করে পূজা অসাধারণ। কিছু সময় তাদের বল খেলা অনেক কঠিন ছিল।’

বাংলাদেশ-ভারত খেলা মানেই বাড়তি উত্তেজনা। সেটা হোক ফুটবল বা ক্রিকেট, এমনকি নারীদের খেলাতে আরও বেশি। মাস দুয়েক আগে মিরপুরে দুই দলের ওয়ানডে সিরিজে ম্যাচের পর ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের ঘটনা অনেক দূর গড়িয়েছিল। সেই ঘটনার পর আজ দুই দলের লড়াই ছিল। ওই প্রসঙ্গে স্মৃতি মান্দানা বলেন, ‘আমাদের মনে এখন আর কিছু নেই। আমরা পেশাদার ক্রিকেটার। সবাই সমান আমাদের কাছে।’

বাংলাদেশের ঘটনায় হারমানপ্রীত দুই ম্যাচ নিষিদ্ধ। তাই এশিয়ান গেমসের কোয়ার্টার ও সেমিফাইনাল খেলতে পারেননি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে খেলার কথা রয়েছে তার।

আপনি আরও পড়তে পারেন