জায়েদ খান বাদ, থাকছেন নিপুণ

জায়েদ খান বাদ, থাকছেন নিপুণ

শিল্পী সমিতিকে কেন্দ্র করে জায়েদ খান ও নিপুণ আক্তারের মাঝে দা-কুমড়া সম্পর্ক হয়ে উঠেছে। একে অন্যের ছায়া পর্যন্ত মাড়াতে চান না তারা। জায়েদের কারণেই ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নিপুণ। কিন্তু তার সরতে হলো না, উল্টো জায়েদকেই দেওয়া হলো বাদ।

গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে ছবির সঙ্গে চুক্তিবদ্ধ অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ছিল না জায়েদের নাম।

এদিকে বিষয়টি নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাঁদের নাম জানানো হলো আজ।’এতে স্পষ্ট যে ছবিটিতে থাকছেন না জায়েদ খান।

সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, অপারেশন জ্যাকপট সিনেমায় নৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা।

এর আগে সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন বলে একটি গণমাধ্যমেও জানান নিপুণ। তবে গতকালের ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি। জানা যায়, শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়ছেন জায়েদ খান, থাকছেন নিপুণ।

‘অপারেশন জ্যাকপট’ সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন কলকাতার পরিচালক রাজীব কুমার বিশ্বাস ও বাংদেশের দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অভিযানের নাম অপারেশন জ্যাকপট। এই অভিযানই তুলে ধরা হবে সিনেমায়।

আপনি আরও পড়তে পারেন