জ্বালানি প্রতিমন্ত্রীই থাকছেন নসরুল হামিদ

জ্বালানি প্রতিমন্ত্রীই থাকছেন নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আবারও প্রতিমন্ত্রীর ক্যাটাগরিতে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন

বুধবার (১০ জানুয়ারি) একই মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন বলে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

নসরুল হামিদ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তার আগে কেউ এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে এত লম্বা সময় ধরে দায়িত্ব পালন করেনি। তার হাত ধরেই দেশের শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে শেখ হাসিনা নেতৃত্বধীন আওয়ামী লীগ। এ নিয়ে ৫ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ ভবনে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।

আপনি আরও পড়তে পারেন