ম্যাক্সওয়েল ঝড়ে রেকর্ডগড়া সংগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাক্সওয়েল ঝড়ে রেকর্ডগড়া সংগ্রহ অস্ট্রেলিয়ার

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ঝোড়ো ব্যাটিং করে ক্যারিবীয়রা তুলতে পেরেছে ২০২ রান। ৪১৫ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১১ রানে।

এবার দ্বিতীয় ম্যাচেও ক্যারিবীয়দের সামনে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মতো আবারও ক্রিকেটপ্রেমীরা দেখলো ম্যাক্সওয়েল শো। বিধ্বংসী ব্যাট করে ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করেছে স্বাগতিকরা। ঘরের মাঠে এটিই অসিদের সর্বোচ্চ রানের ইনিংস।

ঝোড়ো ব্যাটিং করে আজ আরও একটি রেকর্ডও করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৪ নম্বরে অথবা তার পরে ব্যাট করতে নামা কোনো ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড করেছেন তিনি।

এর আগে ২০২০ সালে বেলজিয়ামের ক্রিকেটার শাহেরিয়ার বাট চেক প্রজাতন্ত্রের ব্পিক্ষে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

আপনি আরও পড়তে পারেন