তামিমের নৈপুণ্যে কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশাল

তামিমের নৈপুণ্যে কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে জাকের আলীর ১৬ বলে ৩৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ গড়ে কুমিল্লা। আর লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিম ইকবালের ৪৮ বলে ৬৬ রানের ইনিংসের সুবাদে জয়ের নিকটে পৌছে বরিশাল। পরে শেষ ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ছয়ের পর চতুর্থ বলে দৌড়ে দুই রান নিয়ে ২ বল হাতে রেখেই বরিশালের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল তামিমের দল।

কুমিল্লার দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানেই বিদায় নেন দলটির বিদেশী ওপেনার আহমেদ শেহজাদ। তবে ব্যাট হাতে আজ সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম। শেহজাদের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে কাইল মায়ার্সের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিনি।

এই জুটিতে রানের চাকা সচল রাখে বরিশাল। তবে ২৫ বলে ২৫ রান করে মুশফিক হাসানের বলে আউট হন মায়ার্স। তবে ক্যারিবীয় এই অলরাউন্ডার ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন মুশফিকুর রহিম।

তৃতীয় উইকেটে এ দুজন মিলে গড়েছিলেন ৩৯ রানের জুটি। তবে দলীয় ১১৩ রানে মুশফিকও ফিরেন ব্যক্তিগত ১৭ রানেই। এদিকে একপ্রান্তে উইকেট হারালেও অপরপ্রান্তে আজ দায়িত্বশীল একটি ইনিংস খেলেছেন তামিম। কুমিল্লার বোলারদের সামলে নিজের ফিফটি তুলে নেন তিনি।

দুর্দান্ত ব্যাটিংয়ে আজ ৪৮ বলে ৬৬ রানের এক ইনিংস খেলেছেন তামিম। ৬ চার এবং ৩ ছয়ে এই রান করেন তিনি। তবে দলীয় ১২২ রানে ১৮ তম ওভারে আন্দ্রে রাসেলের বলে উড়িয়ে মারতে গিয়ে তাওহীদ হৃদয়ের মুঠোবন্দী হন দেশসেরা এই ওপেনার। এদিকে তামিম ফেরার পর বরিশালের জয় নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ। শেষদিকে দুর্দান্ত এক চার এবং এক ছয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। বরিশালের এই জয়ে প্লে-অফের স্বপ্ন ভঙ্গ হলো খুলনা টাইগার্সের।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আজ কুমিল্লার শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৪ রানেই সুনীল নারাইন আউট হওয়ার পর লিটন দাসও ফিরেন দ্রুতই। এরপর নিজের ইনিংস বড় করতে পারেননি তাওহীদ হৃদয়ও। ২৬ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে শেষদিকে ৪ ছয় এবং ২ চারে খেলা জাকের আলীর ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসেই ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ গড়ে কুমিল্লা।

 

আপনি আরও পড়তে পারেন