বিপিএলে নামতে মুখিয়ে আছেন ‘ক্লান্ত’ মিলার

বিপিএলে নামতে মুখিয়ে আছেন ‘ক্লান্ত’ মিলার

ফরচুন বরিশালের স্বস্তি ফিরিয়ে দলটিতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। আজ (রোববার) সকালে বিপিএল খেলতে তিনি ঢাকায় এসেছেন। এরপর বেশি সময় নেননি, ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়েন মিরপুর শের-ই বাংলার মাঠে। বরিশালের অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গে প্রাথমিক আলাপ শেষে করেন দীর্ঘ অনুশীলন। পরে মাঠ ছাড়ার আগে মিলার গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন।

এ দেশ থেকে ও দেশ— নিজেকে মানিয়ে নেওয়ার বিষয় উল্লেখ করে মিলার বলেন, ‘ক্লান্ত লাগছে, বিশ্রাম প্রয়োজন। তবে মানসিকভাবে বুঝতে হবে শরীরের জন্য কী দরকার। আজ বেশ গরম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ারও ব্যাপার আছে। একইসঙ্গে সবার সাথে পরিচিতও হওয়া দরকার। দলটাকে ভালোভাবে জানা দরকার। কালকের ম্যাচের জন্য মুখিয়ে আছি। দিনশেষে এটা নিজের শরীরকে বোঝার ব্যাপার।’

খেলোয়াড়রা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হন, যাকে মিলার তুলনা করেছেন রেড ওয়াইনের সঙ্গে, ‘আমার মনে হয় এখানে কেউ ড্রিঙ্কস করেন না। তবে রেড ওয়াইনের ব্যাপারে তো জানেন। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠে। বয়স হলে অনেক কিছু আপনি অনুধাবন করতে পারেন, ভিন্নভাবে চিন্তা করতে পারেন অতীত থেকে শিক্ষা নিয়ে। অল্প বয়সে আমরা পরিণত ক্রিকেটারদের মতো ক্রিকেটকে বিশদভাবে জানি না। যত সময় যায়, আমরা শিখতে থাকি এবং নিজের উন্নতি করতে থাকি।’

এরপরই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত পরিস্থিতি বদলে যাওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন এই প্রোটিয়া তারকা, ‘সময় যত গড়াবে, আপনি সবকিছু আরও ভালো বুঝতে থাকবেন। টি-টোয়েন্টি ম্যাচ দ্রুত বদলে যায়, হরেকরকম পরিস্থিতি আসে। কন্ডিশন, রানরেট এসব দেখে এগোতে হয়। যখন হাতে ওভার কম, তখন মারতে হয় বেশি। ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ভিন্নভাবে এগোতে হয়।’

সবকিছু ঠিক থাকলে আগামীকাল ফরচুন বরিশালের হয়ে চলতি বিপিএলের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে মিলারকে। বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যানের জন্য ফ্র্যাঞ্চাইজিটির অপেক্ষাও ছিল দীর্ঘদিনের। এলিমিনেটর ম্যাচে তার দল বরিশাল কাল দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে।

আপনি আরও পড়তে পারেন