এবার সিরিজ জিততে চান শান্ত

এবার সিরিজ জিততে চান শান্ত

আগের ম্যাচে ২০০ ছাড়ানো স্কোর প্রায় তাড়া করেই ফেলেছিল বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে লক্ষ্য ছিলো অনেক কমই। তবে চ্যালেঞ্জ তাতেও ছিল বেশ। ব্যাটারদের সম্মিলিত অবদানে অবশ্য জয় তুলে নিতে একেবারেই বেগ পেতে হয়নি নাজমুল হোসেন শান্তর দলকে। সিরিজে ১-১ সমতা ফিরিয়ে বাংলাদেশ অধিনায়ক, একটা দল হিসেবে খেলতে পারাটাই এই সাফল্যের মূল কারণ। এছাড়া টাইগার নতুন অধিনায়ক শান্ত আত্মবিশ্বাসী সিরিজ জয়ের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘অবশ্যই আমার মনে হয় ভালো একটা কামব্যাক করলাম। ভালো চিন্তায় আছি। পরের ম্যাচে আবার ভালো প্ল্যান করে আসতে হবে, প্ল্যান কাজে লাগাতে হবে। যদি পারি তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল হবে।’

দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তন কেনো আসেনি এই নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটাও ভালো ক্রিকেট খেলেছি। একটা ম্যাচ শেষ ওভারে গিয়ে হেরেছি। আমার মনে হয় খুব বেশি ঘাটতি ছিল না। আমার কাছে ভালো লেগেছে সবাই দলের জন্য চেষ্টা করেছে। এজন্যই আমি কোচিং স্টাফ যারা ছিল খুব বেশি পরিবর্তনের চিন্তা করিনি। এটা আমাদের অবশ্যই সাহায্য করেছে।’

রান তাড়া করে বারবার জয়ের ব্যাপারে শান্ত বলেন, ‘এমন কন্ডিশনে অনেক সময় চেইজ করা কঠিন হয়ে থাকে অনেক রান হয়ে গেলে। আমরা এটা ধারাবাহিকভাবে করতে পারছি। এটা যত আরও বেশি করতে পারব এটা আমাদের আরও সাহায্য করবে যখন আরও বড় দলের সাথে খেলব। ফলে চেষ্টা থাকবে এটা সামনেও ধরে রাখার।’

 

আপনি আরও পড়তে পারেন