অক্সিজেন রিফিল মূল্য বেড়ে গেছে চার গুণ, নজর নেই কর্তৃপক্ষের

অক্সিজেন রিফিল মূল্য বেড়ে গেছে চার গুণ, নজর নেই কর্তৃপক্ষের

করোনা রোগীদের সেবায় অক্সিজেন নিয়ে একদিকে স্বেচ্ছাসেবক তরুণরা শহরের আনাচে-কানাচে যেমন ছুটছেন, অন্যদিকে অক্সিজেনের এ বাড়তি চাহিদাকে কেন্দ্র করে চলছে এক শ্রেণির ব্যবসায়ীর লুটপাট। গত কয়েক মাসে অক্সিজেন রিফিল মূল্য বেড়ে গেছে চারগুণ। জরুরি সময়ে সিলিন্ডার নিতে ১০ হাজার টাকা পর্যন্ত জামানত দিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। অথচ লাগামহীন এ বাজার নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের নজরদারি। রাজধানীর যাত্রাবাড়ী থেকে মিরপুর, উত্তরা থেকে নারায়ণগঞ্জ। দূরত্ব যাই হোক সম্পর্কটি প্রতিবেশীর। রাতদিন ২৪ ঘণ্টা জরুরি ফোন পেয়েই অক্সিজেন সিলিন্ডার নিয়ে দূত হয়ে শহরের অলিগলিতে ছুটছেন স্বেচ্ছাসেবক তরুণরা। পরামর্শ দিতে জেগে থাকেন তরুণ চিকিৎসকরাও। স্বেচ্ছাসেবক চিকিৎসক ডা. নাজমুল…

বিস্তারিত