অনলাইনে জমে উঠেছে পশুর হাট

ঈদুল আযহার বেশ কয়েকদিন রয়েছে। এখনও গরুর হাট বসেনি। কিন্তু তাতে কী! এরই মধ্যে অনলাইনে জমে উঠছে পশুর হাট। কোরবানির আগে যানজট-জনজট, দালালদের খপ্পর, ছিনতাই, জাল টাকা সহ ইত্যাদি ঝামেলায় পড়তে হয় ক্রেতাকে। তাই ঝক্কিঝামেলা এড়াতে দেশে এবং দেশের বাইরে থেকেও ক্রেতারা ভিড় করছেন ভার্চুয়াল কোরবানির হাটে। অনলাইনে পশুর হাটে বিক্রির সাথে জড়িতরা বলেছেন, প্রতি বছরই অনলাইনে কোরবানির পশু বিক্রির সংখ্যা বাড়ছে। যারা হাটে গিয়ে দরদাম করে কোরবানির পশু কেনার ঝক্কিঝামেলা পোহাতে চান না তারা অনলাইনে কেনেন। এছাড়া প্রবাসীরাও এখন অনলাইনে পশু কেনার দিকে ঝুঁকছেন। বিদেশে বসেই তার কোরবানির পশু…

বিস্তারিত