শুরুর আগেই দুঃসংবাদ, করোনার থাবা বাংলাদেশ এইচপি দলে

শুরুর আগেই দুঃসংবাদ, করোনার থাবা বাংলাদেশ এইচপি দলে

আজ (১৯ আগস্ট) থেকে শুরু হওয়ার কথা ছিল হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। তবে এই ক্যাম্প শুরু হতে দেরি হচ্ছে। অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষায় ক্যাম্পের কয়েকজন ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। যদিও দ্বিতীয় পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। সাবধানতার জন্য অনুশীলনে নামার আগে আরও একবার পরীক্ষানিরীক্ষা করতে চায় ম্যানেজমেন্ট। এইচপি ইউনিটের ইনচার্জ জামালউদ্দিন বাবু বলেন, ‘নির্ধারিত সময়ের আগে ক্যাম্প শুরুর সব প্রস্তুতি ছিল। তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য প্রথম করোনাভাইরাস পরীক্ষায় আমাদের কয়েকজন ক্রিকেটার পজিটিভ প্রমাণিত হয়। যদিও বুধবার আমরা আবার পরীক্ষা করিয়েছি, যেখানে সবাই নেগেটিভ এসেছে।’ আরও…

বিস্তারিত

আইপিএলের খেলা ছেড়ে সবার নজর এখন রাসেলপত্নির দিকে

আইপিএলের খেলা ছেড়ে সবার নজর এখন রাসেলপত্নির দিকে

ক্রিকেটের ২২ গজে কলকাতা নাইট রাইডারের প্রধান অস্ত্র আন্দ্রে রাসেল। তাঁর ব্যাটে ঝড় উঠলে ম্যাচ জিতেই ফেরে কলকাতা নাইট রাইডার্স। তবে নেটদুনিয়ায় স্বামীর জনপ্রিয়তাকে হার মানাচ্ছেন স্ত্রী। কথা হচ্ছে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লরা। যিনি নিজে ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেলও। স্ত্রীকে সঙ্গে নিয়েই ভারতে এসেছেন রাসেল। স্ত্রী জেসিমকে ‘আমার লেডি লাক’ বলে থাকেন ক্যারিবিয়ান ক্রিকেটার। পেশায় মডেল ও ডিজাইনার লরা’র সঙ্গে রাসেলের বন্ধুত্ব দীর্ঘদিনের। লিভ-ইনের পর বিয়ে করেছেন তাঁরা। ৩০ বছরের লরাকে স্বামীর প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায়। ইডেনেও হাজির থাকেন নাইট তারকার স্ত্রী।

বিস্তারিত