আক্কেলপুরে শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীদুর্গার রুপ

আক্কেলপুরে শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবীদুর্গার রুপ

নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্বারাদীয় দুর্গা পুজার দিন যতই এগিয়ে আসছে জয়পুরহাটের আক্কেলপুরে শিল্পীর রঙ তুলির আঁচড়ে ততই মূর্ত হয়ে উঠেছে দেবীর রুপ। শিল্পীদের নিপুন হাতে ইতোমধ্যে মাটির কাজ শেষ করে চলছে রঙতুলির কাজ। শিল্পীর রঙতুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দশভ’জা দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তী। সরেজমিনে উপজেলার এলাকা ঘুরে জানা যায়, আক্কেলপুরে বিভিন্ন স্থানের ৩৮ টি মন্দিরে অনুষ্ঠিত হবে এবারের দূর্গাপূজা। প্রতিমা তৈরিতে কারিগররা অক্লান্ত প্ররিশ্রম করে ব্যস্ত সময় করছেন। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মন্দির কমিটির সাথে বৈঠক করেছেন উপজেলা প্রশাসন। আক্কেলপুর পূজা উদযাপন…

বিস্তারিত