আগুনে পুঁড়ে ছাই ভূঞাপুর কিন্ডার গার্ডেন

আগুনে পুঁড়ে ছাই ভূঞাপুর কিন্ডার গার্ডেন

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি ঃ   দিনের কোলাহল শেষে নিঝুম রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে অধ্যাপক শংকর দাসের গড়া ভূঞাপুর কিন্ডার গার্ডেন । মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সারে ১০ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভূঞাপুর কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক শংকর দাস জানান সকাল ১০ টার দিকে ছাত্র-ছাত্রীদের ছুটি শেষে আমরাও স্কুল তালা বদ্দ করে চলে যাই । এর পর রাত ১১ টার দিকে এলাকার লোক জনের আগুন লাগার চিকিৎসার শুনে গিয়ে দেখি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। রাতের আধারে আগুন লাগায় কোন কিছুই…

বিস্তারিত