আগুনে পুঁড়ে ছাই ভূঞাপুর কিন্ডার গার্ডেন

আগুনে পুঁড়ে ছাই ভূঞাপুর কিন্ডার গার্ডেন

মোঃ আব্দুর রহীম মিঞা (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি ঃ

 

দিনের কোলাহল শেষে নিঝুম রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে অধ্যাপক শংকর দাসের গড়া ভূঞাপুর কিন্ডার গার্ডেন । মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সারে ১০ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভূঞাপুর কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক শংকর দাস জানান সকাল ১০ টার দিকে ছাত্র-ছাত্রীদের ছুটি শেষে আমরাও স্কুল তালা বদ্দ করে চলে যাই । এর পর রাত ১১ টার দিকে এলাকার লোক জনের আগুন লাগার চিকিৎসার শুনে গিয়ে দেখি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। রাতের আধারে আগুন লাগায় কোন কিছুই বেড় করার সম্ভব হয়নি । আগুন লেগে কিন্ডার গার্ডেনের ৩ টি টিনের ঘর,বেঞ্চ,চেয়ার টেবিল , বই প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ঘন্টা খানিক চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আসে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্ট্রেশন অফিসার আবুল কালাম বলেন ভূঞাপুর কিন্ডার গার্ডেনের আগুন লাগার সংবাদ পেয়ে দ্রæত স্পটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগেছ। এতে ৩ টি টিনের ঘর ,কাঠের টেবিল, ২ আল মিরা, বই-পত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন