আনন্দের মধ্যেও নিরানন্দ রয়ে গেল খালেকের জীবন

আনন্দের মধ্যেও নিরানন্দ রয়ে গেল খালেকের জীবন

মোঃ রাসেল দেওয়ান চাঁদপুর প্রতিনিধি  শীতের সকাল, কনকনে ঠান্ডার পর মিষ্টি রোদ উঠেছে, ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ডাকাতীয়া নদীর উপর নির্মিত ব্রীজের মাজার রোডের সোহেল মিয়ার দোকানে বসে চায়ে চুমুক দিতেই দেখি একজন বয়স্ক লোক তাকিয়ে আছেন। ডাকতেই কাছে এলো জিজ্ঞেস করলাম চা খাবেন? লজ্জা পেয়ে বললো না! অনুরোধ করতেই বললেন ঠিক আছে দেন। চা খেতে খেতে আলাপ… বাংলাদেশের অধিকাংশ জেলার ঘর বাড়ী সাজাতে যার বানানো কাগজের ফুল শোভা পায়, খোকা খুকিদের মনে আনন্দ দিতে যে লোকটি ফুল, চরকা, কাগজের কলস বা বিভিন্ন খেলনা বিক্রি করে চলেছেন বিগত দুই যুগ ধরে। অথচ…

বিস্তারিত