আনোয়ারায় বন্য হাতির হানা,জনমনে আতঙ্ক

আনোয়ারায় বন্য হাতির হানা,জনমনে আতঙ্ক

আরমান হোসেন, আনোয়ারা সংবাদদাতা আনোয়ারার লোকালয়ে বন্য হাতির প্রবেশ যেন থামছেনা।বার বার হানা দিচ্ছে বন্যহাতি।গত কয়েক সপ্তাহ ধরে দেয়াং পাহাড়ে তিনটি বন্য হাতি অবস্থান করছে।এ হাতির পাল দিনের বেলায় পাহাড়ের নির্জনে অবস্থান করলে ও রাতের বেলায় লোকালয়ে নেমে আসে।হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘর-বাড়ি, ফসল,ফল-ফলাদি।আতঙ্কিত ও ভয়-ভীতি নিয়ে বসবাস করছে উপজেলার বটতলী,বারশত,বৈরাগ ইউনিয়নের হাজারও মানুষ। গতকাল বুধবার (২৫ নভেম্বর) হাতির পাল বটতলী গ্রামের নুরপাড়া,কুলাল পাড়া,জয়নগর পাড়া,কালাগাজীর পাড়ায় হানা দেয়।এসময় অনেক ফসলি জমি ও গাছপালার ক্ষয়-ক্ষতি করে।পরে এলাকাবাসী হর্ণ বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতির পালকে লোকালয় ছাড়া করে। জানা যায়, প্রতিদিন সন্ধ্যা…

বিস্তারিত