দোহারে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ নিধনের দায়ে আরও ২২ জনকে কারাদন্ড।

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি: ঢাকার দোহারে পদ্মা নদীতে নিষেধাজ্ঞার সপ্তমদিনে ইলিশ নিধনের দায়ে আরও ২২জনকে আটক করে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেনউপজেলারদেলোয়ার(৩২),ফজলু বেপারী(৩৮),আকাশ(২৪),হাসেম(৩২),আব্দুলমালেক(৪২),আব্দুসসালাম(৩৮),আবুলমোল্লা(৪৮),শুকুরআলী(২৮),মনিরহোসেন(২৩),আবুলহোসেন(৩৫),ইদ্রীসআলী(২৮),আসলম(১),খলিল(৪৮),হাসান শাহ(৩০),শাহজাহান(৫২),আবু আবতাফ(২২),লতিফ বেপারী(৫০),রোস্তম ভুইয়া(৫০),দেলোয়ার দেলু(৩০),আবু তাহের(৪৩),সুজন হোসেন(২৭), বিল্লাল(৩২)।  উপজেলা প্রশাসন সুত্র জানান,দোহারে পদ্মা নদীতে নিষেধাজ্ঞার সপ্তমদিনে ইলিশ নিধনের দায়ে দিনে ও রাত্রে পৃথক অভিযানে আরও ২২জনকে আটক করা হয়।এ সময়ে ৭টি ইঞ্জিনচালীত নৌকা ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।ইঞ্জিনচালীত নৌকা থেকে সাড়ে তিনশত কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র নির্দেশে জব্দ জালগুলো উপজেলার…

বিস্তারিত