‘আমাদের আঙুল এখনও ট্রিগারে’

‘আমাদের আঙুল এখনও ট্রিগারে’

দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত শেষে ইসরাইল-ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।  শুক্রবার ভোর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে বইছে শান্তির সুবাতাস।  সড়কে সড়কে চলছে বিজয় মিছিল। তবে এ উল্লাসের মধ্যে আছে সতর্কতাও।  যে কোনো সময় ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি। দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা তো যে কোনো মুহূর্তেই নতুন সংঘাত-সংঘর্ষে মোড় নিতে পারে। একে-৪৭ বন্দুক হাতে থাকা একজন যেমন বললেন, ‘আমাদের আঙুল এখনও ট্রিগারে, আমরা ফের যুদ্ধ করতে প্রস্তুত। তবে এখন আমরা আমাদের জনগণের সঙ্গে আনন্দ উদযাপন করব।’ কেবল গাজা-ই নয়, উল্লাস দেখা গেছে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা শহর রামাল্লাতেও।  শুক্রবার রাতে শহরটির…

বিস্তারিত