আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে বাঁচানো যায়?

মোঃ আল মামুন খানঃ জ্যৈষ্ঠ মাস যাকে মধু মাস বলা হয়, এলেই জামাইদের কদর বাড়ে। আসলে এই মাসে আম, জাম আর লিচুর মধুর রসে জামাইদের মনকে রঙিন করে দিতেই জামাই ষষ্ঠীর প্রচলন। তবে যে হারে বিষাক্ত রাসায়নিক দিয়ে এই মধু মাসকে বিষাক্ত করা হচ্ছে, তাতে অচিরেই নির্দিষ্ট এই মাসটিকে ঘিরে জামাইদের উচ্ছ্বাস বন্ধ হয়ে যাবে। আর যারা জামাইদেরকে মধুমাসে হৃদয়ের অনুপম মাধুরী দিয়ে স্নেহের নির্যাস স্বরূপ ভালোবাসার প্রকাশ ঘটাতে চাইছেন- ফরমালিন আর কার্বাইড নামের কিছু ভয়ংকর দানব তাদের সেই আশার গুড়ে পানি ঢেলে দিচ্ছে এটা কি আপনারা অনুভব করেন?। প্রতি…

বিস্তারিত