স্যার, আমার পেটে বাচ্চা, আমাকে বাঁচান

https://youtu.be/LxxNRhBLTes

এক কথায় অসহায়ের সহায়। বিশাল সমুদ্রে যেন এক টুকরো খড়কুটো। আস্থার জায়গা। আর তা ভেবেই মাঠে নামেন তারা। কাজও করেন। কখনো হন নন্দিত। কখনো নিন্দিত। তাতে তাদের কিছু যায় আসে না। তাদের টার্গেট কাজ করে যাওয়া। বিপদকে সঙ্গি করে বিপদগ্রস্থ মানুষকে আগলে তোলা। সংকট সময়ে তারা জানান দেয় ‘মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য’। এরই প্রমাণ দিয়েছেন বনানীর ফারুক রূপায়ন টাওয়ারের আগুনের সঙ্গে লড়াই করা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাদের একেক জন কর্মী বাঁচিয়েছেন বহু প্রাণ। এরমধ্যে স্টেশন অফিসার শহীদুল ইসলাম সুমন একাই জীবন রক্ষাকারী মই (টার্নট্যাবল ল্যাডার)…

বিস্তারিত