আরাফায় অবস্থান বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক

আরাফায় অবস্থান বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক

হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাফাতে অবস্থান ছাড়া হজ পরিপূর্ণ হয় না। লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারিকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি`মাতা লাকা ওয়াল-মুলক, লা শারীকালাক।” এ শব্দগুলোর জানান দিতে দিতে আরাফাতের ময়দানে উপস্থিত হয়। এ ধ্বনির উচ্চারণ মুসলিম বিশ্বের ঐক্যের বন্ধনের মূলমন্ত্রও। তাইতো সারা বিশ্ব থেকে আগত প্রায় ৩০ লাখ হাজি আজ হজের মূল রুকন আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে গত সোমবার ৭ই জিলহজ বাইতুল্লার খতিবের খুৎবা শুনে ৮ই জিলহজ মক্কা থেকে মিনায় এসে পৌছেছে। বরাবরে মতো এবারও…

বিস্তারিত