আড়াইহাজারে মাদকের ১০০ স্পট

আড়াইহাজারে মাদকের ১০০ স্পট

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ স্কুলের টয়লেটে গাঁজার কল্কি আটকে গিয়েছে। তাই বাচ্চারা টয়লেট ব্যবহার করতে পারছিল না। কথাটি শিক্ষকদের মারফত প্রধান শিক্ষকের কানে যায়। তিনি লোক ডেকে এনে ২০০ টাকা দিয়ে টয়লেটটি পরিস্কার করিয়ে দেন। পরদিন আরেক সমস্যা। স্কুলের করিডোরে কে বা কারা প্রস্রাব ও বমি করে গেছে। এবার প্রধান শিক্ষক বিষয়টি ইউএনওকে অবহিত করেন। এই চিত্রটি  উৎরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। পরবর্তীতে আড়াইহাজার থানা পুলিশ ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকের হাটে অভিযান চালায়। কিছুদিন মাদকের হাট বন্ধ ছিল। আবার মাদকের হাট চালু হয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ। অভিযোগ রয়েছে স্থানীয়…

বিস্তারিত