ইঁদুরের গর্তের ধান বেচে শীতের পোশাক কিনবে ওরা

ইঁদুরের গর্তের ধান বেচে শীতের পোশাক কিনবে ওরা

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ইঁদুরের গর্তের ধান বেচে শীতের পোশাক কিনবে ওরা চারদিকে বিস্তৃত ফসলের মাঠ। আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। নতুন ফসলে ভরে উঠেছে বাড়ির উঠানসহ মাঠ-ঘাট। কৃষকরা যখন ফসল ঘরে নিয়ে যেতে ব্যস্ত, তখন ইঁদুরের গর্ত থেকে ধান বের করছে বায়েজিদ (৭) ও আলমগীর (১২) নামে দুই শিশু। গর্তে পাওয়া ধান বেচে শীতের কাপড় কেনার ইচ্ছা তাদের। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের গেওরানদী গ্রামের ভ্যানচালক আব্দুর রহমানের ছেলে বায়েজিদ ও দিনমজুর আকতারুল ইসলামের ছেলে আলমগীর। তারা সম্পর্কে চাচাতো ভাই। বায়েজিদ স্থানীয় রাতোর সরকারি প্রাথমিক…

বিস্তারিত