ইছামতি নদী দখল করে পাচঁশতাধিক দোকানঘর নির্মান।নাকাল এলাকাবাসী

ইছামতি নদী দখল করে পাচঁশতাধিক দোকানঘর নির্মান।নাকাল এলাকাবাসী,জন-দূর্ভোগ

বিশেষ প্রতিনিধি: নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইছামতি নদী দখল করে প্রায় পাচঁ শতাধিক দোকান-ঘর নির্মান করেছে স্থানীয় প্রভাবশালীরা।অপরদিকে সড়কের উপর স্থানীয় প্রভাবশালীরা অবৈধ দোকানঘর নির্মান করে ও যত্রতত্র যানবাহনের ষ্টান্ড করে জন সাধারনের চলাচলের কৃত্রিম বাধা সৃষ্টি করে জনদূর্ভোগে পরিনত করেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনুসন্ধানীতে ও সরেজমিনে দেখা যায়,উপজেলার গালিমপুর ইছামতি নদীর প্রায় এক কিলোমিটার নদীর পাড় মাটি ভরাট করে প্রায় পাচঁ শতাধিক দোকান-ঘর নির্মান করেছে স্থানীয় প্রভাবশালীরা।স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়,ইছামতি নদীর তীর ঘেঁষে এলাকাটিতে গড়ে উঠেছে একাধিক ব্যাংকপাড়া, শিক্ষাপ্রতিষ্ঠান,গালর্স স্কুল এন্ড কলেজ,মাদ্রাসা,মসজিদ,হাট-বাজার ও বিপনি মার্কেট।এসবকে কেন্দ্র করে চুড়াইন,গালিমপুর,আগলা ইউনিয়নের…

বিস্তারিত