ইফতারের জন্য সাবুদানার পায়েস তৈরির রেসিপি

ইফতারে মিষ্টি খাবারের নানা পদ থাকে। তার ভেতরে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার পায়েস। সুস্বাদু এই পায়েস তৈরি করা যায় খুব সহজেই। ইফতারে ঠান্ডা ঠান্ডা সাবুদানার পায়েস খেলে স্বাদ তো লাগবেই, আরাম পাবে আপনার পেটও। বাড়িতে সাবুদানা আছে নিশ্চয়ই? চলুন তবে জেনে নেওয়া যাক সাবুদানার পায়েস তৈরির রেসিপি- তৈরি করতে যা লাগবে সাবুদানা- ১/৩ কাপ তরল দুধ- ৩ কাপ গুঁড়া দুধ- ১/২ কাপ ADVERTISEMENT চিনি- ১/২ কাপ বা স্বাদমতো হ্যাভি ক্রিম- ১ কাপ লবণ- ১ চিমটি কেওড়া জল- ১/২ চা চামচ বাদাম কুচি- ১/৪ কাপ মোরব্বা- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন সাবুদানা…

বিস্তারিত