ঈদের পর যানজটের চেনা রূপে ঢাকা

ঈদের পর যানজটের চেনা রূপে ঢাকা

রমজান মাস জুড়ে অসহনীয় যানজটে ভোগান্তি ছিলে চরমে। যানজট সহনীয় পর্যায়ে রাখতে স্কুল-কলেজ সপ্তাহে দুদিন ছুটিও ঘোষণা করা হয়েছিল। রমজান শেষে ঈদে নগরী হয়ে যায় ফাঁকা। ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে নগরীতে, ফিরেছে যানজটও। রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও, খামারবাড়ি, বিজয় সরণি, মহাখালী ও বনানী রুটে সকাল থেকে তীব্র যানজট দেখা গেছে। কোথাও ছিল যানচলাচলে ধীর গতি। খামারবাড়িতে রাস্তা প্রায় ঘণ্টা দুয়েক স্থবির ছিল। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, যানজট আর নতুন কিছু নয়, কখনো কম, কখনো বেশি। যানজট থেকেই যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর খামারবাড়িতে রাস্তা বন্ধ থাকায় বিকল্প সড়কে ডাইভারসন চলছিল।…

বিস্তারিত