উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা’র ভুল অপারেশনে ক্ষতির মুখে খামারিরা ; হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ !

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা'র ভুল অপারেশনে ক্ষতির মুখে খামারিরা ; হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ !

সানজিদা খাতুন,  চুয়াডাঙ্গার প্রতিনিধিঃ পশু সর্জন না হওয়ার পরও  চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম প্রতিনিয়ত সার্জারী করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ।ফলে তার ভুল চিকিৎসায় অতীতের ন্যায়  আরও একটি গরু মৃত্যুর মুখে রয়েছেন।যেকোনো সময় গরুটি মারা যাবে বলে আশঙ্কা করছে গরুর মালিক দরিদ্র কৃষক। নিয়মনীতি উপেক্ষা ছাড়া  সার্জন চিকিৎসকের পরিচয়ে   তিনি বড় ধরণের অপারেশন করছেন নিয়মিত,আর এভাবেই তিনি প্রান্তিক প্রর্যায়ের খামারি সহ পশু পালনকারী কৃষকদের ঠকিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছেন।  সূত্রে  জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের রমজান আলীর ছেলে…

বিস্তারিত