উপনির্বাচনে জয় হলেও তিন মাস পর পরাজয়;নেপথ্যে কি!

উপনির্বাচনে জয় হলেও তিন মাস পর পরাজয়;নেপথ্যে কি!

নিজস্ব প্রতিবেদক : শত শত অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে। রয়েছে একাধিক মামলা। মাদক ব্যবসাসহ নানা অপকর্মের নিয়ন্ত্রক এই বাহিনীর হাতে। পান থেকে চুন খসলেই চলে গুলির আওয়াজ। মুহুর্তেই লঙ্কাকাণ্ড হয়ে যায় যে কোনো স্থান। এই চক্রের মূল হোতা আবুল হাসান। দলীয় আদর্শের বিপরীতে অবস্থানকারী এই চক্রের পৃষ্টপোষক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ব্যারিস্টার এনামুল কবির ইমন। হাইব্রিডদের দলে বেড়াচ্ছেন তিনি- এমন অভিযোগ তোলেছেন নাম প্রকাশ নাকরারশর্তে জেলার একাধিক নেতৃবৃন্দ। এ নিয়ে আলোচনা-সমালোচনা হলেও কাউকেই পাত্তা দিচ্ছেননা ইমন। যার প্রভাব পড়েছে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে। ক্ষোভের মুখে কর্মীরা ভোট দেননি দলীয় প্রার্থীকে।…

বিস্তারিত