একটি সেতুর জন্য আর কত কাল?

একটি সেতুর জন্য আর কত কাল?

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ ২১ বছর বছর বিঝিয়ে রেখেছি দু’নয়নের জলে। কত আশা কত ভরসা সব হারিয়ে গেল স্বপ্নের অতল গহীনে। ২১ টা বছর যাবৎ বালুনদেও ব্রিজের কাজ নিয়ে কি যে খেলা চলছে তা একমাত্র আল্লাহ জানেন। হঠাৎ চালু হয়, আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। একি খেলা চলছে হরদম। ”  এমনি করে কথাগুলো বলছিলেন উপজেলার খামার পাড়া এলাকার হাবিবুর রহমান। ৫০ বছরেও শেষ হল না বালুনদের সেতুর কাজ। দ্বিতীয় দফায় নতুন করে কাজ শুরু হওয়ার আগেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)-এর বাঁধার মুখে আটকে গেলো রূপগঞ্জের বালু স্বপ্নের…

বিস্তারিত