এক বাসে কলকাতা থেকে লন্ডন!

এক বাসে কলকাতা থেকে লন্ডন!

এক বাসেই ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে যাওয়া যেত যুক্তরাজ্যের রাজধানী লন্ডন! গত শতাব্দীর ষাটের দশকে ৭ হাজার ৯৯৭ কিলোমিটার পেরিয়ে গন্তব্যে পৌঁছাতো অ্যালবার্ট নামের একটি ডাবল ডেকার বাস। তখন অবশ্য কলকাতা পরিচিত ছিল ‘ক্যালকাটা’ নামে। সেসময় বিশ্বের দীর্ঘতম অর্থাৎ সবচেয়ে লম্বা বাসরুট এটিই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড, বেলজিয়াম, পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে ভারতের কলকাতায় পৌঁছাত ওই বাসটি। এরপর তৎকালীন বার্মার রেঙ্গুন (বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন) হয়ে থাইল্যান্ড, তৎকালীন মালয়, সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া পৌঁছাত বাসটি। এর আগেও একাধিকবার…

বিস্তারিত