এটা কি বয়স্কভাতা! নাকি বয়স্কদের যন্ত্রনা দেওয়ার ভাতা!!

দেশের অসহায়-দুঃস্থ্য বৃদ্ধ/বৃদ্ধাদের বয়স্ক ভাতা পাবার জন্য উদ্যোগ কতটা সফল তা নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে বলা হচ্ছে এটা কি বয়স্কভাতা! নাকি বয়স্কদের যন্ত্রনা দেওয়ার ভাতা! শাখা চট্টগ্রামে ব্যাংক বহদ্দারহাটায় ভাতা পাওয়ার জন্য বয়স্কদের সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসে থাকতে হয় বাইরে রোদে, শুধুমাত্র ১৫০০ টাকার জন্য। আর সকাল ৮টায় এসে যদি কেউ লাইন না ধরেন তাহলে বই জমা নেওয়া হয় না। ব্যাংকের ভেতরে তাদের বসতেও দেওয়া হয় না। ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের কাজ শুরু করেন ১০টার অনেক পরে। তবে কোনো বয়স্ক ১০টার পরে বই জমা…

বিস্তারিত