এবার ‘রাধে’র তুমুল সমালোচনায় সালমানের বাবা

এবার ‘রাধে’র তুমুল সমালোচনায় সালমানের বাবা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের সিনেমা মানেই হিট। এ ধারণা কিছুটা হলেও পাল্টে দিয়েছে তার নতুন মুক্তি পাওয়া সিনেমা ‘রাধে’। সুপার ফ্লপ হয়েছে ছবিটি। সমালোচকরা রাধে নিয়ে খুব বাজে রিভিউ দিয়েছেন। দর্শকদের থেকে একেবারেই ভালো প্রতিক্রিয়া মেলেনি। সালমান খানের সবচেয়ে খারাপ রেটিংওয়ালা ফিল্মের তকমা দিয়েছে রাধেকে। ১০-এর মধ্যে পেয়েছে মাত্র ১.৭! সিনেমাটির বড় সমালোচক সালমানের বাবা সেলিম খানই। ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান বলেন, ‘রাধে মোটেও দুর্দান্ত সিনেমা নয়। যে কোনো বাণিজ্যিক সিনেমার একটি দায়বদ্ধতা থাকে।  এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষ যাতে প্রাপ্য অর্থ পায়, সেটি নির্দিষ্ট করতে…

বিস্তারিত