সদরঘাটে বিষাক্ত পানি ফিলট্রেশন মেশিন বসাচ্ছে বিআইডব্লিউটিএ

অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধারের পর এবার ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। মুজিব বর্ষ উপলক্ষে পাইলট প্রকল্পের মাধ্যমে পানি পরিশোধন শুরু করতে যাচ্ছে সংস্থাটি। প্রাথমিকভাবে সদরঘাটে বসানো হচ্ছে বিষাক্ত পানি ফিলট্রেশন করার দুটি মেশিন। উদ্যোগ সফল হলে ঢাকার চারপাশের নদীর পানি ব্যবহার উপযোগী হয়ে উঠবে বলে প্রত্যাশা সংস্থাাটির।   তরল কিংবা কঠিন। বাসা বাড়ি কিংবা কারখানা। যত ধরনের বিষাক্ত বর্জ্য আছে তার সবই রয়েছে ড্রেন থেকে নেমে আসা এ পানিতে। আর অবিশ্বাস্য হলেও সত্য তা সরাসরি গিয়ে মিশছে তুরাগে। যার কারণে তুরাগ পরিণত হয়েছে দৃশ্যমান বিশাল ভাগাড়ে। শুধু…

বিস্তারিত