এলইডির জনপ্রিয়তায় সিআরটির দিন শেষ

বেশ কয়েক বছর ধরে দেশের বাজারে এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভির জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। একসময় দেশের বাজারে সিআরটি (ক্যাথড রে টিউব) টেলিভিশনের ব্যাপক জনপ্রিয়তা ছিল। সিআরটি টেলিভিশনকে পেছনে ফেলে এলইডি টিভি বাজারের জনপ্রিয়তা অর্জন করেছে। প্রযুক্তির সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সিআরটির দামেই এলইডি টিভি বাজারে ছেড়েছে দেশি কম্পানিগুলো। তাই সব শ্রেণির মানুষ এলইডি টিভির দিকে ঝুঁকছে। নিম্ন আয়ের মানুষ ব্র্যান্ডের এলইডি কিনতে না পারলেও কম দামে চীনা কম্পানির নন-ব্র্যান্ডের এলইডি টিভি কিনছে। জানা যায়, পুরনো ও ব্যবহৃত সিআরটি টিভির পিকচার টিউব স্বাস্থ্যের এবং পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার আমদানি নিষিদ্ধ…

বিস্তারিত