এলো নকিয়া ৭ এন্ড্রয়েড ফোন, থাকছে ৬ জিবি পর্যন্ত র‍্যাম

নকিয়া স্মার্টফোন সিরিজের নতুন একটি ডিভাইস ঘোষিত হয়েছে আজ। নকিয়া ৭ মডেলের এই এন্ড্রয়েড স্মার্টফোনে থাকছে চমৎকার সব ফিচার এবং ধরা হয়েছে তুলনামূলক কম দাম। বলাই বাহুল্য, এইচএমডি গ্লোবাল নামের ফিনল্যান্ডের একটি কোম্পানি নকিয়ার ব্র্যান্ড ব্যবহার করে এই ফোনটি বাজারজাত করছে। কী থাকছে নকিয়া ৭ স্মার্টফোনে? চলুন দেখি। নকিয়া ৭ এর স্পেসিফিকেশন ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন (১০৮০ x ১৯২০পি, ৪২৩পিপিআই) ডিসপ্লেতে গরিলা গ্লাস ৩ প্রটেকশন এন্ড্রয়েড ৭.১.১ নোগাট ওএস, যা এন্ড্রয়েড ৮ ওরিও আপডেট পাবে কোয়ালকম ২.২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৩০ অক্টাকোর প্রসেসর ৪জিবি অথবা ৬জিবি র‍্যাম, ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ…

বিস্তারিত