এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যালে প্রাচ্যনাটের নাটক

এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যালে প্রাচ্যনাটের নাটক

আগামীকাল (১৯ নভেম্বর) শুরু হতে যাচ্ছে ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল-২০২০’। এশিয়ার বিভিন্ন নাটকের দল নিয়ে চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে সিঙ্গাপুরের তারুণ্য নির্ভর নাট্যদল বাডজ থিয়েটার। মহামারি করোনার কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হবে এই উৎসব। তৃতীয়বারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছে ঢাকার প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট। উদ্বোধনী দিনে প্রাচ্যনাট পরিবেশন করবে ‘নীল পুরুষ’ নাটকটি। আজাদ আবুল কালামের ভাবনায় নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন সাইফুল ইসলাম জার্নাল। গল্প প্রসঙ্গে নাট্যকার সাইফুল ইসলাম জার্নাল জানান, এক ব্যক্তি তার বাবা-মায়ের কাছে চিঠি লিখছেন। তিনি একজন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। যখন একটু…

বিস্তারিত