এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বটগাছটি আজ ধ্বংসের দারপ্রান্তে

এশিয়া মহাদেশের বর্ববৃহৎ বটগাছটি আজ ধ্বংসের দারপ্রান্তে

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইতলা-মল্লিকপুরে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ বটগাছটি আজ ধ্বংসের দারপ্রান্তে। অবহেলা আর অযত্নে আপন সৌন্দর্য আর ঐতিহ্য হারাতে বসেছে বৃহত্তম এই গাছটি। সংরক্ষন ও পৃষ্ঠপোষকতার অভাবে এশিয়াবাসীর গর্ব এই গাছটি আর কতদিন টিকে থাকবে তা নিয়েও সংশয় অনেকের। সরেজমিনে দেখা যায়, আনুমানিক ৩’শ ফুট উচ্চতা সম্পন্ন এই বটগাছটির বর্তমান বিন্তৃত এলাকা ১১ একর। বটের ‘ব’ নেমে নেমে পুরো এলাকাটি দৃশ্যত পৃথক গাছে পরিণত হয়েছে। মূলগাছ কোনটি তা আর এখন চেনার উপায় নেই। গাছটির জন্ম কত সালে তার কোন সঠিক ইতহাস কারো জানা নেই। তবে বয়ঃবৃদ্ধদের…

বিস্তারিত