ওয়েম্বলির সুখস্মৃতি থাকবে মেসির?

ওয়েম্বলির সুখস্মৃতি থাকবে মেসির?

২০১১ চ্যাম্পিয়নস লিগ, ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল, ৩-১ গোলে জয়…আজ যখন টটেনহামের বিপক্ষে আরেকবার ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগে নামবেন লিওনেল মেসি, নিশ্চিত ভেসে উঠবে স্মৃতিগুলো। সেটি ছিল ছয় বছরে মেসি ও বার্সেলোনার তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর বার্সেলোনার তখনকার যে দাপট ছিল, তাতে আরও চ্যাম্পিয়নস লিগ মনে হচ্ছিল হাতের মোয়া। সেই ম্যাচের পর ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনই বলেছিলেন, ‘আর কেউ আমাদের এভাবে হারায়নি! বার্সেলোনা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমাদের সবার জন্য।’ কিন্তু এরপরের সাত বছরে কী হলো? ২০১৫ সাল ছাড়া এরপর আর চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি মেসির। সর্বশেষ তিন বছরে তো…

বিস্তারিত