দুর্নীতি : বেড়েছে সাজার হার, কমেছে মামলা ও চার্জশিট

দুর্নীতি দমনের চেয়ে উৎস খুঁজে প্রতিরোধ করার পাশাপাশি দুর্নীতিবাজদের ঔদ্ধত্যের বিষদাঁত ভেঙে সমুচিত জবাব দেওয়ার প্রত‌্যয় নিয়ে ২০১৭ শেষ করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। ২০১৭ সালে দুর্নীতির মামলায় আসামির সাজার হার বৃদ্ধিকে সংস্থাটি সাফল‌তা হিসেবে দাবি করলেও পুরো বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা ও চার্জশিটের সংখ‌্যা হ্রাস পেয়েছে আশংকাজনক হারে। যদিও আস্থাহীনতার সংকট পুররুদ্ধারে ফাঁদ পেতে ঘুষখোর ধরা, আসামি গ্রেপ্তার, দুর্নীতির উৎস বন্ধে ২৫টি প্রাতিষ্ঠানিক টিমের সুপারিশ বাস্তবায়নে অধিক মনোযোগ, দুদক হটলাইন-১০৬ এর যাত্রা, দুদকের অভ‌্যন্তরীণ দুর্নীতি বিরোধী অভিযান ও সর্বশেষ বেসিক ব‌্যাংক কেলেঙ্কারিতে নতুন গতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সারা বছরই…

বিস্তারিত